গতকাল গুনাগরী খাসমহলের পশ্চিম পাশে মাঠ সংলগ্ন কোকন্দন্ডী সওদাগর পাড়া কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এই খেলায় মোকাবেলা করে ‘পারলে ঠেকাও ক্রিকেট একাদশ গুনাগরী’ বনাম ‘দিঘীর পাড়া ক্রিকেট একাদশ’। এতে নান্টু কান্তি দাশের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির সম্মানিত পরিচালক ও প্রধান কোচ এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক মোঃ এরশাদ। উক্ত উদ্বোধনী খেলায় দিঘীর পাড়া ক্রিকেট একাদশ ৭ উইকেটে জয় লাভ করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিনহাজ প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।