কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাঁশখালীর কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২৮ জানুয়ারি রবিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন।
প্রধান অতিথি ছিলেন ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট অা.ন.ম শাহাদাত অালম।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক শিক্ষনুরাগী ডা:ফররুখ অাহমদ ফারুখ,বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠতা সাবেক ইউপি চেয়ারম্যান মফজ্জল অাহমেদ চৌধুরী সহধর্মিণী লুৎফুন্নেচ্ছা ফানম,শিক্ষানুরাগী প্রকৌশলী সুধীর মল্লিক রায়,এম এ হাশেম,মো:ইউছুপ,অাজিজুল হক,অাব্দুল হক,কমান্ডার অাব্দুল মজিদ,বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ,ইউপি সদস্য অাবুল কালাম,ইউপি সদস্য অানোয়ারুল অাজিম,মো:ফয়সাল,মো:নোমান,মাহাবুবুল অালম রাসেল,রিপন ভট্রচার্য্য এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে বাঁশখালী উপজেলায় শ্রেষ্ট প্রধান শিক্ষক নিবার্চিত হওয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তাদের পক্ষ হতে প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন কে ক্রেষ্ট প্রধান করা হয়,উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ বর্তমান ছাত্র ছাত্রীরা পরীক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা মাধ্যমে বিদায় ও সফলতা কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি ||