কালীপুর প্রতিনিধি : বাঁশখালীর ঐতিহ্যবাহী “পূর্ব কোকদন্ডী অভিনন্দন ক্লাব”এর উদ্যোগে সার্বজনীন শারদীয়া দূর্গোৎসব এর মহানবমীর দিন উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেঃসদস্য সাইফু উদ্দিন রবি, বাঁশখালী যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, ৫নং কালীপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এড,আ,ন,ম শাহাদত আলম, থানা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহসহ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন “পূর্ব কোকদন্ডী অভিনন্দন ক্লাব”র প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ চট্টঃ দঃ জেলার সভাপতি ডাঃআশীষ কুমার শীল।
এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী মন্দিরের উন্নয়নে তাঁর পক্ষ থকে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।