ঐতিহ্যবাহী বাঁশখালী কোকদন্ডী ইসলামিয়া ছৈয়্যদ শাহ্ বারিয়া (রহঃ) মজিদিয়া (রহঃ) মাদরাসা,হেফাজখানা ও এতিমখানার বার্ষিক সভা,ঈদে মিলাদুন্নবী (দঃ)আউলিয়া কেরামগনের ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান চৌধুরী এম.পি.।
বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, বাঁশখালী থানার অফিসার ইনর্চাস, কালীপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ানম্যান জননেতা এড আ.ন.ম শাহাদত আলম, বাঁশখালী থানার শিক্ষা অফিসার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ানম্যান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্টাতা পীরে কামেল হযরতুল অাল্লামা জনাব মৌলানা অাবদুচ্ছালাম (ম:) এবং দেশ বরেন্য অনেক অালেম ওলেমা উপস্হিত থেকে তকরীর পেশ করেন।