কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন বাঁশখালীর আরিফুজ্জামান আরিফ
বিশেষ প্রতিনিধি: দক্ষিণ জেলা ছাত্রলীগের শীর্ষনেতা আরিফুজ্জামান আরিফকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ ও সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ছাত্রলীগের এই ত্যাগী নেতার কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার খবরে সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর হলেও ত্যাগের এই মূল্যায়ন প্রাপ্যের চেয়ে কম বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। দক্ষিণজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আবদুল্লাহ কবির লিটন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আস্থাভাজন হিসেবে পরিচিত এ ছাত্রনেতার গ্রামের বাড়ি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাহারছড়া গ্রামে।
তিনি সম্ভ্রান্ত মুসলিম ও আওয়ামী পরিবারের সন্তান। তাঁর পিতা আবুল কালাম মাস্টার প্রবীণ আওয়ামী রাজনীতিবিদ হিসেবে স্বনামে পরিচিত। তিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধাকালীন ইউনিয়ন ত্রাণকমিটির প্রধান, দীর্ঘ ২৭ বছর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, মুক্তিযোদ্ধাকালীন থানা আওয়ামীলীগের সদস্য এবং পরবর্তীতে থানা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
আরিফ বাণীগ্রাম স্কুল থেকে এসএসসি, ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে অনার্স – মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে চট্টগ্রাম আইন কলেজে অধ্যায়নরত আছেন।
বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে তিনি বলেন, ” এ মূল্যায়ন আমার জীবনের ঐতিহাসিক প্রাপ্তি, আমি ২০০৩ সাল থেকে জেলা ছাত্রলীগে কাজ করে যাচ্ছি। আমার কাছের মানুষরা জানেন আমি কখনও পদের জন্য কাজ করিনি। বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে নিজের সর্বোচ্চটা দিয়ে গেছি এবং করে যাবো ইনশা আল্লাহ”।