কেন্দ্রীয় ছাত্রদল নেতা শহীদুল ইসলামের জানাজায় মানুষের ঢল
বাঁশখালী টাইমস: কেন্দ্রীয় ছাত্রদল নেতা শহীদুল ইসলামের জানাজা আজ বিকাল ৪:৩০ মিনিটে পূর্ব চাপাছড়ি তাঁর নিজ বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সহযোদ্ধা ও হাজার হাজার মানুষ অংশ নেন।
জানাজা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন।
জানাজায় ইমামতি করেন রামদাশ হাট জামে মসজিদের খতিব মাওলানা আহমেদ নজির।
উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবদুল্লাহ কবির লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঁশখালী বিএনপির সভাপতি আলমগীর কবির চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, বাঁশখালী বিএনপির সাধারণ সম্পাদক,সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক, ইফতেখার হোসাইন মহসিন, যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনি, গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম আলমগীর, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দীন, কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল কাদের, বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী শ্রমিকলীগের সভাপতি রাশেদ আলী,তাঁতীলীগের সভাপতি জামাল উদ্দীন, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, আকতার হোসাইন, মাষ্টার লোকমান আহমদ, কেন্দ্রীয় ছাত্রদল সদস্য জায়েদ বিন রশিদ, ডাক্তার ফররুখ আহমদ, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনছারুল হক আদিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন :
শহীদুল ইসলামের মৃত্যুতে দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দীন সাকিবের শোক