বাঁশখালী টাইমস: কৃষি ও কৃষকদের সেবাদানকারী ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন ‘কৃষকের বাজার’।

এ সংগঠনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার -মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি শহীদগণ জাতিকে যে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন তা অবিস্মরণীয় । ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিল উপনিবেশিক শাসন-শোষণ ও শাসক গোষ্ঠীর প্রভূসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম উন্মেষ।’

দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছেবকৃষকের বাজার সামাজিক সংগঠন।
মোঃ মুসলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ও আশিক সায়েম চৌধুরীর সভাপতিত্বে ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বশ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, কৃষকের বাজর সামাজিক সংগঠনের সদস্য মোঃ মনছুর উদ্দিন সিকদার। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, শিক্ষিকা নার্গিস আক্তার, ঝর্ণা রানী শীল এবং অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ মিনারটি ২০১৭/১৮ অর্থ বছরে ১ লক্ষ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলাপরিষদের অনুদানে নিমার্ণ করা হয়।