মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ-বাঁশখালী উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও শহীদ মিনারে মাল্যদান অনুষ্ঠান আজ রবিবার ২১শে ফেব্রুয়ারী সকাল ৯ টায় বাণীগ্রাম শহীদ মিনার চত্বরে কৃষকলীগ-বাঁশখালী উপজেলা সভাপতি ভিপি ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দানেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সরফরাজ চৌধুরী আদিল। উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২নং সাধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাষ্টার সাহাব উদ্দিন, ভূমি বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, সাধনপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুবলীগ নেতা জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ বাবুল প্রমূখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে আদিল চৌধুরী বলেন- আজ এই দিনে সকলে শপথ নিন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এ দেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য ও সৃংস্কৃতি স্বগৌরবে সমন্বিত রাখবে। সভার শুরুতে ভাষা শহীদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।
(প্রেস বিজ্ঞপ্তি)