আবু ওবাইদা আরাফাত: চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি সাংবাদিক হিসেবে সংবর্ধিত হলেন বাঁশখালীর কৃতি সন্তান দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল আলম।
এতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, শিক্ষাবিদ ও নজরুল সংগীত শিল্পী হাসিনা জাকারিয়া বেলা, সমাজসেবক লায়ন কামরুন মালেক এবং কৃতি সাংবাদিক মোয়াজ্জেমুল হক, স্বপন দত্ত, বিশ্বজিৎ চৌধুরী, নুরুল আমিন, একেএম জহুরুল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি বক্তব্যে বলেন- সংবাদপত্রকে আলাদা স্টেট হিসেবে বিবেচনা করা হয়। এর রয়েছে আলাদা একটি শক্তি। সাংবাদিকরা চাইলে দেশের জন্য ইতিবাচক অনেক কিছুই করতে পারেন। পাকিস্তান শাসনামলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার যে বাসনা দেশের আপামর মানুষের মনে সঞ্চারিত হয়েছিলো তার বিশাল অংশজুড়ে রয়েছে সংবাদপত্র। আর সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিকরা বংলাদেশের ইতিহাসের অংশ হিসেবে থাকবে আজন্ম।
গত রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত কৃতি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল প্রমুখ।