বাঁশখালী পূর্ব কোকদন্ডী গ্রামনিবাসী মো. জাকির হোসেন কুয়েতে গত ২৩ মে ২০২২ ইং ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে প্রবাস জীবন কাটিয়ে আসছিলেন। কর্মরত ছিলেন কুয়েত সরকারের খাদ্য মন্ত্রণালয়ে৷ সম্প্রতি অবসর গ্রহণ করে তিনি ২৬ মে দেশে আসার জন্য টিকেট কেটেছিলেন। ভাগ্যের নির্মম নিয়তি এর আগেই গত ২৩ মে রাতে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ঠিক ২৬ মে তিনি দেশে ফিরলেন তবে লাশ হয়ে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি ২ পুত্র ২ কন্যা সন্তানের পিতা। বড় ছেলে জসিম সওদাগর রামদাশহাটের ব্যবসায়ী।
মরহুমের জানাজা আজ দুপুর ২ টায় রামদাশহাটস্থ কাঁচাবাজার মাঠে অনুষ্ঠিত হবে।