বাঁশখালী টাইমস- কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশে ৯ই ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় বাঁশখালী উপজেলায় বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দীন মামুনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দীন মামুন বলেন, ‘এই বঙ্গবন্ধুর বাংলায় উগ্র, মৌলবাদী রাজাকারদের কখনো ঠাঁই দেওয়া হবেনা। উগ্র মৌলবাদীরা ধর্মের দোহাই দিয়ে এই দেশকে উন্নতশীল দেশে পরিণত হতে দিচ্ছে না। যতদিন বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকর্মীও বেঁচে থাকবে ততদিন এই বাংলার মাটিতে রাজাকার উগ্র মৌলবাদীদের ঠাঁই নেই। কুষ্টিয়ায় যারা রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছি।’
বিজ্ঞপ্তি