
বাঁশখালী টাইমস: ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুলীন সংসদের ৪৪তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা আজ ২৫ জানুয়ারি, ২০১৯ইং বাঁশখালীর চেচুরিয়াস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আজ সকাল থেকে ইউনিয়নভিত্তিক সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা শুরু হবে। স্থানীয় চেয়ারম্যান কফিল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বিশেষ অতিথি থাকবেন বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশতিয়াক আহমদসহ গণমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কুলীন সংসদের সভাপতি শাহাদাৎ হোছাইন শাহেদ।