বিটি ডেস্ক: কুলীন পাড়ার কুশ্যল্লা পুকুর পাড় প্রশস্তকরণ ও নির্মাণাধীন রাস্তা (বৈলছড়ী-কাথরিয়া খান বাহাদুর সড়কের সাথে কুলীন পাড়া সংযোগ সড়ক) সম্প্রতি পরিদর্শন করছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কুলীন পাড়ার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডা. জহিরুল ইসলাম, বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের সভাপতি মুহাম্মদ নকি উদ্দিন, অর্থ সম্পাদক তারেক মোহাম্মদ মঈনউদ্দিন, ইউপি সদস্য পিংকু পুরোহিত মনিসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন ফোরামের স্থায়ী কমিটির সদস্য জাভিদ মুনির, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহমুদুল ইসলাম, অফিস সম্পাদক হাম্মাদ ইয়াছির মুনির, শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ অজগর হোসাইন, ফোরাম সদস্য মুহিম আশরাফী , সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান, সহ-পাঠাগার সম্পাদক মুহাম্মদ মুবিন, সহ-প্রচার সম্পাদক ঈশান ফাহিম প্রমুখ। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান অত্র সড়কটির ব্রিক সলিনসহ এলাকার উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।