শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট কুলীন পাড়া সুপার লীগের উদ্বোধনী ম্যাচ আজ ৬ এপ্রিল, সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল।
টুর্নামেন্ট উদ্বোধন করছেন, মুহাম্মদ মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক, বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরাম, স্থানীয় ইউপি সদস্য পিংকু পুরোহিত মনি ও টুর্নামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেক মুহাম্মদ মইনুদ্দিন।
এতে ৭টি ম্যাচে ৮টি দল অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল’১৮ অনুষ্ঠিতব্য ফোরামের “নব গঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে” গণ্যমান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে অত্র ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি