হাম্মাদ মুনীর: কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে উপজেলা কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে IFMC’র প্রকল্পের অধীনে পশ্চিম চেচুরিয়া, কুলীনপাড়ায় একটি “কৃষিপণ্য কালেকশন পয়েন্ট” উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, IFMC প্রকল্পের প্রতিনিধি গোলাম কিবরিয়া।
উপসহকারী কৃষি অফিসার ওসমান গণি ছিদ্দিকীর সঞ্চালনায় পরিচালিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি, প্রধান অতিথি এবং কৃষক প্রতিনিধি BFP অসীম পুরোহিত।
অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন, বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পিংকু পুরোহিত (মনি), স্থানীয় রাজনীতিবিদ টুটুন চক্রবর্তী, বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ কাইছার মির্জা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। ফিতা কেটে কালেকশন পয়েন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান কফিল উদ্দীন।