কালীপুর প্রতিনিধি : বাঁশখালীর ( Banshkhali ) কোকদন্ডীস্থ ঋষিধাম আশ্রমে ১৯তম ঋষিকুম্ভ ও কুম্ভমেলার এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বেলা ১১টার দিকে শ্রীগুর সংঘের আয়োজনে এবং স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের নেতৃত্বে গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়।
স্বণর্যুগদ্রষ্টা যুগাবতার জগদগুরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত ঋষিকুম্ভ উপলক্ষে বাঁশখালী ( Banshkhali ) ঋষিধামে কুম্ভমেলার প্রস্তেতি সভার বক্তব্য রেখেছেন শ্রীমৎ স্বামী সুর্দশননান্দ পুরী মহারাজ।
মোহান্ত মহারাজ।
এতে সকলের সার্বিক সহযোগিতার আশা ব্যক্ত করা হয়।
আগামী ৫ ফেব্রুয়ারি ২০১৭ ইং হতে ১২ ফেব্রুয়ারি বাঁশখালীর এই ঋষিধামে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বাংলাদেসের একমাত্র কুম্ভমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।