১- কাশ্মীরের স্বায়ত্তশাসন তুলে নেয়া হয়েছে। কাশ্মীর এখন কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চল।
২- কাশ্মীরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দু’টো অঞ্চলে ভাগ করা হয়েছে। দুই স্থানে আলাদা প্রশাসক নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। এতে সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
৩- ভোটাধিকার ও নিজেদের মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে কাশ্মীরীরা।
৪- এই সিদ্ধান্তে কাশ্মীরিরা বিক্ষোভ করবে, তাই এতদিন ধরে থমথমে পরিস্থিতি তৈরি করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং নেতাদের গৃহবন্দি করা হয়েছে। একইসাথে বিদ্যুৎ, ফোন ও ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।
৫- সেখানে বিশ হাজার অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে সমস্ত মুসলিম নেতাকর্মীদের গ্রেপ্তার করবে ও আটক করবে। আর স্বাধীনতাকামী যোদ্ধাদের উপর ম্যাসিভ আক্রমণ চালাবে।
লেখক: সাব্বির আহমেদ
রাজনৈতিক ভাষ্যকার