কবিতা || কিছু আলো ছড়াব বলে

কিছু আলো ছড়াব বলে

মুরশিদুল আলম চৌধুরী

আমি চাঁদকে গোগ্রাসে গিলতে পারি না।
দুপুররাতে তোমার ক্ষুধার্ত মন যখন
উদগ্র মাদকতায় সাবাড় করে সমস্ত উপগ্রহ
আমি তখন মনে কিছু জোছনা লুকিয়ে রাখি,
কিছু আলো ছড়াব বলে।

আমি সূর্যকে পকেটে পুরতে পারি না।
তোমার চক্ষুজুড়ে যখন ভালোবাসার মানচিত্র
আলো-আলো খেলায় জমে ওঠে নৈঃশব্দ্য
আমি তখন শূন্যস্থান থেকে অন্ধকার সরিয়ে রাখি,
কিছু আলো ছড়াব বলে।

ইদানীং তারার সঙ্গে আমার কথোপকথন হয় না।
কত নক্ষত্র তোমার উঠানে- কোহিনুর, অনুরাধা
ইচ্ছে হলেই মাড়াও অসংখ্য উত্তর ফাল্গুনি
আমি তখন পৃথিবীতে নক্ষত্রের প্রলেপ লাগাই,
কিছু আলো ছড়াব বলে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *