BanshkhaliTimes

কাল সরাসরি চিকিৎসা দিবেন বাঁশখালীর দুই বিশেষজ্ঞ ডাক্তার

BanshkhaliTimes

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: সরাসরি চিকিৎসা সেবা ও সমসাময়িক প্রসঙ্গে ‘করোনাকালীন চিকিৎসা ও বাঁশখালী ভাবনা’ শীর্ষক লাইভ আগামী কাল ২৮ জুন রাত ৯ টায় বাঁশখালী টাইমস পেজে অনুষ্ঠিত হবে।

বাঁশখালী টাইমসের আমন্ত্রণে এতে অতিথি হিসেবে থাকবেন করোনা চিকিৎসাসেবার সম্মুখযোদ্ধা বিশেষজ্ঞ চিকিৎসক বাঁশখালীর দুই কৃতিসন্তান। তাঁরা হলেন-

ডা. বিজয় দত্ত
এমবিবিএস, এমডি (কার্ডিওলজি), এফএসসিএআই (আমেরিকা)
ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

ডা. রজত শংকর রায় বিশ্বাস
এমবিবিএস, এমডি (ইন্টারনাল মেডিসিন)
মেডিসিন বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ

বাঁশখালী ন্যাশনাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিতব্য লাইভ প্রোগ্রাম সঞ্চালনা করবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আইসিটি বিভাগে কর্মরত সিনিয়র অফিসার আমজাদুল আলম মুরাদ।

লাইভ প্রোগ্রামে চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপ করুন ০১৮১৪ ৮৯ ৬৭ ৩৮ ( রোগীর নাম, ঠিকানা, পেশা, বয়স ও সমস্যা উল্লেখ করে)।
রোগীকে অবশ্যই অনুষ্ঠান চলাকালীন অনলাইনে থাকতে হবে, ডাক্তারের প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে সাথে সাথে উত্তর দিতে হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *