BanshkhaliTimes

কাল বাঁশখালী আসছেন পুলিশ আইজিপি বেনজীর আহমেদ

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- আগামীকাল বৃহস্পতিবার বাঁশখালী আসছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি আজ বিকেলে তিনদিনের সফরে চট্টগ্রাম এসে পৌঁছাবেন বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর গণমাধ্যমকে জানিয়েছেন। গত ৮ই এপ্রিল পুলিশের মহাপরিদর্শক হওয়ার পর এটাই তার প্রথম চট্টগ্রাম সফর।

জানা যায়, পুলিশ প্রধান আজ বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে পুলিশের অফিসার্স মেস উদ্বোধন শেষে তার রাত্রী যাপনের কথা রয়েছে।

আগামীকাল সকাল ০৯ টায় র‍্যাবের হেলিকপ্টারযোগে পুলিশ প্রধান বাঁশখালীর উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন। বাঁশখালী পৌঁছে তিনি জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিবেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে দেড়টার দিকে পুলিশ প্রধান হেলিকপ্টারযোগে বাঁশখালী ত্যাগ করবেন বলে জানা গেছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *