মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আগামীকাল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন খতিবুল উম্মাহ তারুণ্যের আইডল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা )। তিনি আগামীকাল শনিবার (১৩ই জুলাই) বাঁশখালী দারুল কারীম মাদরাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
এতে বিশেষ ওয়ায়েজ হিসেবে তাক্বরীর পেশ করবেন- মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আল্লামা শাহ নুর আহমদ, আল্লামা শাহ আবু বকর, আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা আবদুল জব্বার, মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নুর মুহাম্মদ লোকমান, মাওলানা নুরুল হক সুজিশ, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা হাফেজ মুহাম্মদ ইছহাক,মাওলানা মুফতি ওবাইদুল্লা, মাওলানা খালেদুর রহমান,মাওলানা মুফতি আবু তৈয়ব, মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, মাওলানা মুহাম্মদ ইউনুস,মাওলানা শেখ মনজুর আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। মাহফিলে সভাপতিত্ব করবেন- চাম্বল দারুল উলূম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল ও বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আহমদ হাসান সাহেব।
মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী এই মাহফিলকে সফল করতে ধর্মপ্রাণ তৌহিদী জনতাসহ সর্বশ্রেণীর সহযোগিতা কামনা করছেন।