কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তীর স্মরণিকা “পুরানো সেই দিনের কথা”র মোড়ক উন্মোচন করা হয়েছে।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ ফেজুর সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক। বক্তব্য রাখেন উপদেষ্টা সম্পাদক অধ্যাপক এ ওয়াই এম জাফর, প্রাক্তন ছাত্র পরিষদের মহাসচিব অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, কো চেয়ারম্যান অধ্যাপক নাজিম উদ্দিন কায়েস, উপদেষ্টা মনিরুল আলম আজাদ, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, প্রকাশনার নির্বাহী সম্পাদক ও সদস্য সচিব নাফিজ মিনহাজ। অভ্যর্থনা উপ-পরিষদের সচিব আ ন ম অহিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশনার যুগ সম্পাদক অধ্যাপক মো. নোমান, তানভিরুল ইসলাম নাহিদ, পুলক দেব দাশ, এস এম গিয়াস উদ্দিন বাবর, যুগ্ন মহাসচিব মোজাফ্ফর আহম্মদ, আনিস চৌধুরী, মেজর মাইমুনুল করিম চৌধুরী, ওয়ালিদ বিন আজিম চৌধুরী, আপ্যায়ন সচিব সোয়াইবুর রহমান, প্রকাশনা সদস্য নুরুল কাদের দিনার, হাবিবুর রহমান, নুর মো. মারুফ, সরওয়ার কামাল।
পুরানো সেই দিনের কথা স্মরণিকা প্রকাশানার সাথে সংশ্লিষ্টরা তাদের বক্তব্যে বলেন এই স্মরণিকায় বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৭৫ বছরের স্মৃতিচারণ যেমন রয়েছে তেমনি রয়েছে কালীপুরের ইতিহাস ঐতিহ্য ও কয়েক জন গুণীজনের জীবনী। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রেক্ষাপট তৈরী করতে এই প্রকাশনা তথ্যসরবরাহে বিশেষ ভূমিকা রাখবে বলে সবার বক্তব্যে উঠে আসে।
প্রেস বিজ্ঞপ্তি