বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২-২৩ ডিসেম্বর ২০১৭ তারিখ হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা গতকাল ১২ অক্টোবর সন্ধ্যা ৭ টায় প্রাক্তন ছাত্র পরিষদের এনায়েত বাজার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ (ফেজু মিয়া) এর সভাপতিত্বে মহাসচিব অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো: শাহনওয়াজ মিটু, অধ্যাপক নাজিম উদ্দিন কায়েস, অনাথ বন্ধু রুদ্র, ডা. রশীদ আহমেদ, মনিরুল আলম আজাদ, প্রশান্ত দাশ, চন্দন কান্তি দত্ত, তবারক হোসেন, অধ্যাপক মো: শহীদ উদ্দিন, সৈয়দ জহিরুদ্দিন বাবর, আমজাদ হোসেন, সন্তোষ রুদ্র, মোজাফ্ফর আহমদ, অধ্যাপক বশির উদ্দিন কনক, এস এম এহছানুল হক, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, নাসিরুল আলম, এড. নজরুল, মেজর মাইমুনুল করিম চৌধুরী, সুলতানুল ইসলাম আসিস, মোহাম্মদ নোমান, আনোয়রুল আজিম, পুলক দাশ, তানভীর নাহিদ, সিহাব উদ্দিন, ওয়ালিদ বিন আজিম, জসিম উদ্দিন, সোয়েবুর রহমান, নাফিজ মিনহাজ, দিনার, রৌশন, রাসেল, মারুফ, ইব্রাহীম প্রমুক।
উক্ত প্রস্ততি সভায় হীরক জয়ন্তী অনুষ্ঠানের উপ কমিটির আহবায়ক নির্বাচন করা হয় এবং উপ কমিটিতে কাজ করতে আগ্রহী প্রাক্তন ছাত্রদের আগামী সাত দিনের মধ্যে মহাসচিবের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাচ ভিত্তিক নিবন্ধন দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
|| প্রেস বিজ্ঞপ্তি ||