কালীপুর স্কুলের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীপুর প্রতিনিধি: কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের লক্ষ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠিত। ৩ সেপ্টেম্বর বিকাল তিনটায় বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনাব নিজাম উদ্দীন চৌধুরী ফেজুকে চেয়ারম্যান এবং পরিচালনা কমিটির বর্তমান সভাপতি অধ্যক্ষ আ,ন,ম সরোয়ার আলমকে মহাসচিব করে কমিটি গঠিত হয়। দ্রুততম সময়ে অন্যান্য সদস্যদেরকে নিয়ে পুর্ণাঙ্গ কমিটি, উপ কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যান্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত সমুহ হলো– ১. আগামী ২৯ সেপ্টেম্বর ২০১৭ প্রচারণা র‍্যালী ২. পূণর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন বাবদ ৫০০ টাকা ফি নির্ধারণ। ৩. মূল অনুষ্ঠান হওয়ার সম্ভাব্য তারিখ ২২-২৩ ডিসেম্বর-২০১৭ ৪. উপস্থিত সবাইকে উপ কমিটিতে অন্তর্ভুক্তিকরণ ৫. কয়েক দিনের মধ্যেই হীরক জয়ন্তী উদযাপনের সমস্ত আপডেট তথ্য সরবরাহের জন্য একটি ফেসবুক পেইজের লিংক সবাইকে জানিয়ে দেওয়া ৬. দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা।৭. ব্যাংকের মাধ্যমে সমস্ত লেনদেন সম্পন্ন করার জন্য উপকমিটি গঠন।

মতবিনিময় সভায় প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন–ডা: ফররুখ আহমেদ, অধ্যাপক নাজিম উদ্দীন কায়েস, সাবেক পিপি এড. কফিল উদ্দীন চৌধুরী, ডা. রশিদ আহমেদ চৌধুরী, মনিরুল ইসলাম আজাদ, অধ্যাপক শহীদ, অধ্যাপক আব্দুল গফুর, প্রধান শিক্ষক চন্দন কান্তি দত্তসহ অন্যান্য সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *