নাফিজ মিনহাজ: কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল্লাহ ছিদ্দিকী (হুজুর স্যার) ১১ অক্টোবর ২০১৮ তারিখ রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। ১২ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় পূর্ব পালেগ্রামের নিজ বাড়ীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পারিষদের সভাপতি নিজাম উদ্দীন আহমদ ফেজু ও মহাসচিব অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম। এছাড়াও প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
