বাঁশখালী টাইমস: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক বিদ্যাপীঠ কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য হীরকজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে আজ সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। শুভ উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহিদা আকতার জাহান।
অন্যান্যদের মধ্যে প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ, মহা সচিব অধ্যক্ষ আ.ন.ম সরওয়ার আলম, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলমসহ নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুপুরে বর্ণাঢ্য র্যালীর প্রস্তুতি চলছে। বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।