বাঁশখালী কালীপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা ৪ আগষ্ট বিকেল ৩ টায় সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধরীর গুনাগরিস্থ বাড়িতে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম শাপলার সভাপতিত্বে বাঁশখালী কলেজ ছাত্রদলের সেক্রেটারি জামসেদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, কালীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এম এ হাসেম, দক্ষিন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম জামাল উদ্দীন জামাল, বাঁশখালী উপজেলা ছাত্রদলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, কালীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল উদ্দিন, গুনাগরি শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক চৌধুরী হাছান, বাঁশখালী কমল স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল মাহমুদ সহ ছাত্রনেতা মোহাম্মদ আবচার, টিংকু দেব, আরাফাত, নুর উদ্দীন, আনোয়ার, জায়েদ, সাহেদ,আরিফসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধরী বলেন, বর্তমানের এ ফ্যাসিবাদী সরকার গুম খুনের রাজত্ব চালিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ছাত্রদলকে দমিয়ে রাখতে চায়। দেশব্যাপী এ গুম খুনের জবাব দিতে ছাত্রদলকে হুশিয়ার থাকার নির্দেশ দিয়ে বলেন ছাত্রদল কখনো পিছু হটতে পারে না, শিক্ষা, ঐক্য, প্রগতি দিয়ে ছাত্রসমাজের মন জয় করতে হবে। তিনি আরো বলেন, বাঁশখালী উপজেলায় ছাত্রদলের সদস্য সংগ্রহ অভিযান চলছে। এ অভিযান প্রতিটি স্কুল,কলেজ,মাদ্রাসায় মাস ব্যাপী চলবে। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে সৎ, মেধাবী ও দক্ষ সংগঠকদের অন্তর্ভুক্ত করতে হবে এই অভিযানে।
অনুষ্ঠান শেষে কালীপুরের প্রতিটি ওয়ার্ড প্রতিনিধিদের হাতে ছাত্রদলের সদস্য ফরম তোলে দেন সাবেক এ মন্ত্রী। – প্রেস রিলিজ