বাঁশখালী টাইমস: করোনা ভাইরাস বিস্তাররোধে ঘরে অবস্থান করার লক্ষ্যে বাঁশখালী উপজেলা ৫নং কালীপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড পালেগ্রামে বাঁশখালী তথা পালেগ্রামের কৃতি সন্তান তরুণ সমাজসেবক সৌদিআরব প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দীনের নিজ এলাকা ও সমাজের ১০০ শত অসহায় দুঃস্থ নিম্নবিত্ত খেটে-খাওয়া পরিবারের প্রতি সহযোগিতা প্রদানের লক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন মঙ্গলবার।
এলাকাবাসী সূত্র জানা যায়, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিনের পালেগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম প্রবাসী গ্রুপ, রিয়াদ সৌদি আরব এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
