মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে কার্তিক মন্ডল (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে যশোর জেলার ঝিকরপাছা শিমুলিয়া গোপীনাথপুর ইউনিয়নের মাদাই আন্তন মন্ডলের পুত্র। সে বাশঁখালীর শেখেরখীলে হ্যাবিট্যাট এর সহযোগিতায় অার অার এফ বাস্তবায়িত চলমান উন্নয়ন প্রকল্পের আর আর এফ (রুরাল রিকন্সট্রাক্টশন ফাউন্ডেশন) এর কোর্ডিনেটর টমাস হিসেবে কর্মরত রয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (৭ অক্টোবর) ভোর সকালে কারীপুর ইউপির পালেগ্রাম ফকিরনীর বর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি এবং আহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
আহতদের মধ্যে হাফেজ মোহাম্মদ জিয়াউল হক (৪৫) দুপুরে চট্টগ্রাম চমেক হাসপাতালে মারা যায়। অপর দিকে আহত তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০) এবং তাঁর মেয়ে জোহরা আক্তার (২) অবস্থা ও আশংকা জনক। অন্য আহতরা হলেন হাসনা আক্তার (১৮) এবং শাহানাজ বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, বাস টি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালীপুর পালেগ্রাম ফকিরনীর বর মসজিদের সামনে পৌঁছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ২ জন এবং গুরুতর আহত হয় আরও ৪ জন। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, কালীপুর পালেগ্রাম এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন ও চমেক হাসপাতালে নেওয়ার পথে ১ জন নিহত হন । আহত হয়েছেন ৪ । আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। দূর্ঘটনা কবলিত অটোরিকশা এবং বাস জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্ত করা হবে।