BanshkhaliTimes

কালীপুরে শীতার্তদের মাঝে স্বপ্নমিছিলের শীতবস্ত্র বিতরণ

BanshkhaliTimes

চট্টগ্রামের বাঁশখালীস্থ কালীপুর ইউনিয়নসহ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন ‘স্বপ্নমিছিল’।

৬৬ তম প্রজেক্ট ১১তম বারের মত শীতবস্ত্র বিতরণ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে স্বপ্নমিছিল শীতবস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক মাহফুজুর রহমান অনয়ের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, ৫নং কালিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ ফরিদ। আরও উপস্থিত ছিলেন আয়োজক স্বপ্ন মিছিল সংগঠনের সদস্য আরাফাত, বিপলু, তৃষা, আশিক, রানা, আতিক, রিমন, সাকিব, এহছান, আফছার, নাছরিন, সোহাগ, সুমি, দিদার, সংগিতা, মনছুর, আশিক সায়েম, মনছুর উদ্দীন , সাগর, সাইফুল প্রমুখ।

উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে স্বপ্ন মিছিলের বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা ও আলোচনা করা হয়।

উল্লেখ্য স্বপ্ন মিছিল ১০ অক্টোবর ২০১০ সালে যাত্রা শুরুর পর থেকে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ফল উৎসব, দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ইফতার ও ঈদবস্ত্র বিতরণ, রেইনকোট বিতরণ, সুবিধাবঞ্চিতদের সাথে নিয়ে বর্ষপূর্তি উদযাপন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, সর্বোপরি বিভিন্ন সেবামূলক সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম স্বপ্ন মিছিল সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রজেক্ট আকারে পরিচালনা করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *