BanshkhaliTimes

কালীপুরে নালা খননকে কেন্দ্র করে হামলা, আহত ১২

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: কালীপুরে নালা খননকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ১২ জন আহত হয়েছেন। বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাশ হাট আশ্রমগেট এলাকায় গত বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

এতে মোহাম্মদ ফারুক পক্ষের আহতরা হলেন, সৈয়দুল আলম, মোকতার আহমদ, নুরুল আলম, মো. আলমগীর, আজম উদ্দিন, এবং আবদুস সাত্তার।

অন্যপক্ষের আহতরা হলেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল আজিম, মোরশেদুল আলম, মো. এনাম, মো. আরাকান এবং জোবাইর আলম।

একপক্ষের মোহাম্মদ ফারুক বলেন, স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল আজিম বিনা কারণে গালাগালি করে আমাদের ওপর চড়াও হয়েছেন। গালাগালির এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করে।

অন্যপক্ষের স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল আজিম বলেন, নালা পরিষ্কার করতে গেলে মোহাম্মদ ফারুক পক্ষের লোকজন কাজ করতে আসা লোকজনকে মারধর করে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *