কালীপুর প্রতিনিধি : গতরাত দুইটার সময় কালীপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সাত নম্বর ওয়ার্ডের চন্দনের বাড়ীতে এই ডাকাতি হয়। ডাকাতরা তাদের মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি মারধরও করে।
এদিকে ডাকাতির মিনিট বিশেকের মধ্যে পুলিশ চলে আসে।
কালীপুরের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ফেসবুকে নিজের টাইমলাইনে জানান, তিনি পারিবারিক সফরে এখন কক্সবাজার অবস্থান করছেন। এই ডাকাতির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।