মুহাম্মদ মিজান বিন তাহের: কাললীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১টি দেশীয় অস্ত্র (বন্দুক)সহ এক যুবককে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব কোকদন্ডী ৬ নং ওয়ার্ডের কালীপুর ইউপির মৃত আব্দুর ছবুরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ কালু(৪০) কে কোকদন্ডী মুন্সি বাড়ীর দক্ষিণ পাশ হতে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সুজন সিকদার ও তার সঙ্গীয় সোর্সের সহায়তায় তাকে আটক করে পরর্তীতে ব্যাপক জিঙ্গাসাবাদে তার স্বীকারোক্তি মতে নিজের হাতে রাত ৪.৩০ মিনিটের সময় তার নিজস্ব রামদাশ মুন্সির বাড়ীর দক্ষিণ ভিটার মৎস্য প্রজেক্টের ঝোপের ভিতর থেকে ১টি দেশীয় তৈরী ১৫.৫ কাটের বাটযুক্ত লম্বা বন্দুক, বন্দুকটির ট্রিগার ও ফায়ারিং পিন সচলসহ ০১টি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীপুর ইউপির রামদাশ মুন্সির বাড়ীর দক্ষিণ ভিটার মৎস্য প্রজেক্টের ঝোপের ভিতর থেকে ১টি দেশীয় তৈরী ১৫.৫ কাটের বাটযুক্ত লম্বা বন্দুক, বন্দুকটির ট্রিগার ও ফায়ারিং পিন সচল সহ ০১টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তীতে অস্ত্র আইনে আর্মস এ্যাক্টের ১৯ ধারা মতে মামলা নং ০৫ ধায়ের করা হয়।