কালিপুর প্রতিনিধি : শোক দিবস উদযাপন কমিটি, বাঁশখালীর উদ্যোগে কালিপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. শাহাদত আলমের নেতৃত্বে বিশাল শোকর্যালি কালিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এই বিশাল শোকর্যালি অনুষ্ঠিত হয়।
বাঁশখালী ( Banshkhali ) উপজেলা শোক দিবস উদযাপন পরিষদের সভাপতি ও কালিপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম পরিচালিত শনিবার (২৬ আগস্ট) এর শোকর্যালিতে অংশগ্রহণ নেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা সাইফুউদ্দীন আহমেদ রবি, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বিশিষ্ট চিকিৎসক ডা. ফারুক আহম্মেদ, উপজেলা পূজা পরিষদের সভাপতি প্রদীপ গুহু।
বাঁশখালী ( Banshkhali ) উপজেলার রামদাশ দাশ মুন্সির হাটস্থ নুরজাহান কনভেশন সেন্টারে শোকর্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।