বিটিডেস্ক : আজ বিকেলে কারাগার থেকে মুক্তি পেল বাঁশখালী ( Banshkhali ) উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস, যুবনেতা ফরহাদ হোসেন এবং শ্রমিকনেতা নাজেম উদ্দীন।
কারাগার থেকে মুক্তির পর তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাঁশখালী ( Banshkhali ) পৌরসভার সাবেক মেয়র জননেতা কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী ( Banshkhali ) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বৈলছড়ি ( Boilchori ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, বিএনপিনেতা মাস্টার লোকমান। আরো উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, ছাত্রনেতা আবদুল আলিম, শওকতুল ইসলাম, ইউনুস,জিয়াসহ বিএনপির অনেক নেতা-কর্মী।
এদিকে শ্রমিকনেতা নেজাম উদ্দীনের মুক্তির পর তাকেও ফুল দিয়ে বরণ করে নেন বাঁশখালী ( Banshkhali ) শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোখতার হোসাইন সিকদার। আরো উপস্থিত ছিলেন নুরুল হুদা, হুমায়ুন কবির, ওসমান হায়দার এমরানসহ নেতৃবৃন্দ।