কারাতে’তে ১ম হয়ে স্বর্ণপদক জিতেছে বাঁশখালীর মেয়ে মুমু

বাঁশখালী টাইমস: কারাতে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে বাঁশখালীর চাঁদপুরের মুমু।

“কারাতে” প্রতিযোগিতায় নানুপুর লায়লা কবির কলেজে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের কারাতে ক্লাবসমূহের মধ্যে মেয়েদের সিনিয়র গ্রুপে বাঁশখালীর চাঁদপুরের মেয়ে মোমেনা খানম মুমু প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে।

তিনি কবি কমরুদ্দিন আহমদ ও কবি আরিফা সিদ্দিকার কনিষ্ট কন্যা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *