বাঁশখালী টাইমস: বাঁশখালী কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে সীমা নির্ধারণ করা হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্থানীয়দের সাথে নিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পাশের খালি জায়গায় নতুন ভবন স্থাপনের জায়গা ও সীমা নির্ধারণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, ইউপি সদস্য জামাল উদ্দীন, সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম মিয়া, বিদ্যালয়ের শিক্ষক সেলিমুল হক চৌধুরী, দেবজিত কান্তি দাশ, মুহাম্মদ আনোয়ার, যুবলীগ নেতা আতাউল কাদের, ছাত্রলীগ নেতা কফিল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে আমরা আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ পাশে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শিগগির এই ভবন নির্মাণের কাজ শুরু হবে।’