কাথরিয়া প্রতিনিধিঃ আকস্মিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাথরিয়ার ইউপি সদস্য মেম্বার আনোয়ারুল ইসলাম মিয়াকে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় সন্ধ্যা অনুমানিক ৬.৩০ টায় কাথরিয়া বাজারে হঠাৎ মেম্বার মিয়ার উপর অতর্কিত হামলা করে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। প্রাথমিকভাবে তারা ধারণা করছে ইবনে আমিন সমর্থিত গ্রুপ এ হামলা চালাতে পারে। গুরুতর আহত অবস্থায় মেম্বার মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা চেষ্ঠা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি। এদিকে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষনিক মিছিল বের করে সাধারণ জনগণ।