কাথরিয়ায় রিলিফের গম বিতরণে অনিয়মের অভিযোগ!

কাথরিয়া প্রতিনিধি: কাথরিয়ায় সরকারী রিলিফের অংশ হিসেবে বরাদ্দকৃত গম বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী বাঁশখালী টাইমসের এ প্রতিবেদককে বলেন- “আমরা জনপ্রতি সাড়ে ৯ কেজি করে গম পেয়েছি, অথচ সরকারী বরাদ্দ অনুযায়ী তা ১৩ কেজির বেশি। তাছাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ না করে চেয়ারম্যানের বাড়ির পাশে বাঘমারা এলাকায় বিতরণ করা হয়েছে।”

সূত্র জানায়- কাথরিয়া ( Kathoria ) ইউনিয়নের ১৩০০ লোকের জন্য ১৩ টন চালের বিপরীতে ১৭ টন ৩০০ কেজি গম বরাদ্দ দেয়া হয়েছে। তাহলে প্রতিজনে ১৩ কেজি ২৫ গ্রাম পাওয়ার কথা।

এ বিষয়ে চেয়ারম্যান শাজাহান চৌধুরীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন- “এ অভিযোগ আমার বিরুদ্ধ ষড়যন্ত্র। আমি ফ্রেশ মানুষ, বিতরণে কোন অনিয়ম হয়নি। যা পেয়েছি তা বিতরণ করেছি, জনপ্রতি সাড়ে ১০ কেজি করে দিয়েছি”
এটা বলেই তিনি সংযোগ কেটে দেন। আরও তথ্য জানার জন্য কল করা হলে তিনি আর রিসিভ করেন নি।

Spread the love

1 thought on “কাথরিয়ায় রিলিফের গম বিতরণে অনিয়মের অভিযোগ!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *