কাথরিয়া প্রতিনিধি : কাথরিয়ায় ভোটগ্রহণের সময় গোলাগুলি করে ভোটারদের ভয়-ভীতি দেখানোর খবর পাওয়া গেছে। এই কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকায় ছিল। এবং গোলাগুলির মাধ্যমে সেটাই প্রমাণিত হলো।
গোলাগুলি হলেও ভোটাররা কেন্দ্র ছেড়ে যাচ্ছে না, তারা নির্বিঘ্নে ভোট দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
গোলাগুলি হলেও এখনো পর্যন্ত ভোট স্থগিতের কোনো সংবাদ প্রশাসন কর্তৃক জানানো হয়নি।