কাথরিয়া প্রতিনিধি: কাথরিয়া মরহুম হাজী রফিক আহমদ চৌধুরী স্মৃতি সংস্থা কর্তক আয়োজিত “শর্ট পিচ নাইট ক্রিকেট ২০১৬”এর ফাইনাল খেলা সম্প্রতি অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় প্রতিদ্বন্ধিতা করেন কোটপাড়া ক্রীড়া সংস্হা বনাম বাগমারা ক্রীড়া সংস্হা। বাগমারা ক্রীড়া সংস্হাকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কোটপাড়া ক্রীড়া সংস্হা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর, কাথরিয়া বাগমারা হাই স্কুলের সভাপতি ও কাথরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজান চৌধুরী ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাথরিয়া ইউনিয়ন ছাত্র দলের যুগ্ন-আহবায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, তরুন রাজনীতিবিদ ও মেধাবী ছাত্র আবদুল মাজেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কে এম মান্নান, মাস্টার মনজুর, কাশেম চৌধুরী, রাসেল চৌধুরী, হুমায়ন কবির চৌধুরী, মেম্বার নোমান চৌধুরী, মেম্বার মফিজ, মোহাম্মদ ইদ্রিচ, মনজুরুল হক চৌধুরী, মোহাম্মদ আজম প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন কাথরিয়ায় একটি খেলার মাঠ দেওয়া হবে। বিশেষ অতিথি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শারীরিক চর্চা শিশুদের মানসিক বিকাশ ও মূল্যবোধ তৈরি করতে সাহায্য করে। শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য পিতামাতাকে আরো আন্তরিক হতে হবে। এ ধরণের উদ্যোগে তিনি সার্বিক সহযোগিতার অঙ্গিকার ব্যক্ত করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলকে অতিথিবৃন্দের হাত থেকে ট্রফি এবং চেক তুলে দেওয়া হয়।