কাথরিয়া প্রতিনিধিঃ কাথরিয়ায় দিনে রাতে সমানতালে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। ইউনিয়নের পশ্চিম পাশে (মসজিদে যাওয়ার রাস্তা দিয়ে ৪০ গজ ভিতরে) আবুল শামা (বৌদ্ধ শামা) দোকানে নিয়মিত জুয়ার আসর বসার খবর উঠে এসেছে। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা – রাত ৩ টা পর্ষন্ত জুয়ার জমজমাট আসর বসে। তারা আরো জানায় দোকানটি ফকিরা বাজারের একটু ভিতরে হওয়ায় পুলিশ ও টের পা্য না। এই সুযোগে দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠে উঠেছে আবুল শামার জুয়ার আসর। নিয়মিত জুয়ার আসর বসায় ছাত্ররাও জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছে। এলাকার মুরুব্বীরা জুয়া খেলা বন্ধ করতে সতর্ক করলেও তাদের কথায় মূল্য না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানা গেছে। এসব নোংরামী হতে মুক্ত করে এলাকার পরিবেশ সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।