বাঁশখালী টাইমস- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) আগামী ৮ রবিউল আউয়াল (১৬ অক্টোবর) শনিবার সকালে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাতটায় কাথরিয়া চুনতি বাজার হতে বের হয়ে জুলুছের এই র্যালিটি কাথরিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাগমারা অলি শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে এক সমাবেশে মিলিত হবে। সেখানে ধর্মপ্রাণ সুন্নি জনতার উদ্দেশ্যে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শান ও মান নিয়ে আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত ও গাউছিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দসহ আলেম ওলামারা বক্তব্য রাখবেন। এই জশনে জুলুছে বাঁশখালীর সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক জনতাকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
(প্রেস বিজ্ঞপ্তি)