BanshkhaliTimes

কাথরিয়ায় গণসংযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বিকেলে কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রহমতউল্লাহ এমএ, আওয়ামী লীগ নেতা ইবনে আমিন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনজুরুল আলম মনজুর, ছাত্রলীগ নেতা এম. আউয়াল টিপু, দেলোয়ার হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। পিতা সুলতানুল কবির চৌধুরীর স্বপ্নের বাঁশখালী বিনির্মাণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে ইতিপূর্বে গণমাধ্যমকে জানিয়েছেন।

BanshkhaliTimes
BanshkhaliTimes
Spread the love

1 thought on “কাথরিয়ায় গণসংযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব”

  1. শাহ আলম খান

    আমরা যে কোন উপায়ে একটা সুষ্টু নির্বাচন দেখতে চাই। আমরা কোন ভাবেই অনুষ্ঠিত ৫ই জানুয়ারী ২০১৪, ৩০ শে ডিসেম্বর’২০১৮ সালের নির্বাচনের পূনরাবৃত্তি হোক তা চাইনা কিংবা ১১ ই মার্চ ২০১৯ এ অনুষ্ঠিত ডাকসু নির্বাচন ও চাইনা। গর্ব করার মতো একটা নির্বাচন চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *