মু. মিজান বিন তাহের: মহামারী করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে ৬ শত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বাঁশখালীর কৃতি সন্তান ইউনিয়ন ব্যাংক লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোকাম্মেল হক চৌধুরী আলাল। গত সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার কাথরিয়া বাজারস্থ সৌদিয়া কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন স্বপ্নতরী সংঘের সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সমাজসেবক ও ব্যবসায়ী নেতা রায়হানুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবু তালেব, ইউপি সদস্য মোঃ কামাল, মোঃ রমিজ, আহমদ হোসেন, এরশাদুল হক চৌধুরী, আহমদ কবির কালু , কামাল উদ্দীন চৌধুরী রোকন, আহমদ ছগির, মোরশেদুল ইসলাম, স্বপ্নতরী সংঘের সভাপতি মোঃ ইলিয়াছ, সাধারন সম্পাদক ইমরান খান রুবেল, সহ সম্পাদক আবিদ হোসেন নিষাতসহ সংগঠনের সদস্যবৃন্দ।
ইতিমধ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। পর্যায়ক্রমে প্রতিদিন একেকটি ইউনিয়নে এভাবে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।