(বাঁশখালী টাইমস)- বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারায় পূর্ব বাগমারা দলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম দলিলুর রহমানের ইছালে সওয়াব ও পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে পূর্ব বাগমারা হিলফুল ফুযুল ইসলামী একতা সংঘের উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়েছে।
উক্ত মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে সভাপতিত্ব করেন- বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা আবদুল মালেক। এতে উদ্বোধক হিসেবে- কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী, প্রধান অতিথি হিসেবে- বিশিষ্ট শিল্পপতি ও স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে- বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. বি এম মুফিজুর রহমান আল আজহারী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন- পতেঙ্গা আলীয়া মাদরাসার অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, বাঁশখালী জলদী হোসাইনিয়া ফাযিল মাদরাসার স্বনামধন্য উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন- আল মদিনা শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান, সংগীত শিল্পী আসহাব উদ্দীন আল আজাদ।
তাফহীম /৬-ই