“কর্মের মাঝে বেঁচে থাকবেন মাস্টার নজির আহমদ”
দোয়া মাহফিল ও চতুর্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা
দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক আলহাজ মাস্টার নজির আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার দৈনিক পূর্বদেশ কার্যালয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৫টায় দৈনিক পূর্বদেশ কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী দিনে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফজলুল হক সভাপতির বক্তব্যে বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে পূর্বদেশ পত্রিকা গণমানুষের মনে স্থান করে নিয়েছে।’
দোয়া মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যানর প্রফেসর আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল,
বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট কলামিষ্ট মাসুম চৌধুরী, ডা. আবদুল মান্নান, পূর্বদেশ পত্রিকার জিএম কামরুল ইসলাম হোসাইনী। পূর্বদেশ পত্রিকার সহকারি সম্পাদক আবু তালেব বেলাল এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, বিএফইউজের যগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সিএম ইউজের সভাপতি শাহনেয়াজ, সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির পরিচালক কাজী মহসিন, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার মিয়া মুহাম্মদ আরিফ, লেখক মুশফিক হোসাইন, আবদুল হাই, জামাল উদ্দিন, এডভোকেট সালাহউদ্দিন লিপু, আ ফ ম মুদাচ্ছির, মনসুর নাদিম, আ ন ম তৈয়ব আলী, দিদারুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, দেব দুলাল ভৌমিক, রতন কান্তি দেবাশীষ, আবু মোশাররফ রাসেল, মো. ইউসুফ, আবু জাফর, শফিউল আলম, এএইচএম ইউসুফ চৌধুরী, জসিম উদ্দিন খোকন প্রমুখ। এদিকে আজ বুধবার বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানগুলো ছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি