BanshkhaliTimes

কর্মবীর আশরাফ মিঞা চৌধুরীর মৃত্যুবার্ষিকী ২৬ নভেম্বর

BanshkhaliTimesপ্রখ্যাত জমিদার, কর্মবীর ও সমাজহিতৈষী আলহাজ্ব আশরাফ মিঞা চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার আগামী ২৬ শে নভেম্বর ২০১৯ইং কবর জেয়ারত, খতমে কোরআন, বোখারী শরীফ খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছে। তিনি আমান আলী চৌধুরী ও শহরবানু চৌধুরীর পুত্র। ১৯০৩ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামে জন্মগ্রহণ করেন ও ২০০১ সালের ২৬ শে নভেম্বর ইন্তেকাল করেন। মরহুমের সকল শুভার্থীদের তাঁর পুত্র আলহাজ্ব ওয়াকিল আহমদ চৌধুরী দোয়া মাহফিল ও স্মরণ সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।

আল হেলাল ফাউন্ডেশন এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *