আনোয়ারা প্রতিনিধি: কর্ণফুলিতে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট শুরুর দুই ঘন্টার মধ্যে ভোট বর্জন করল বিএনপি।
রবিবার সকাল দশটায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকানের বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কর্ণফুলী উপজেলা বিএনপির সভাপতি এহসান এ খান। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাস, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ওসমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মীরজান শামীমা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কর্ণফুলী উপজেলা বিএনপির সভাপতি এহসান এ খান বলেন, উপজেলার বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রে আমাদের এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। যেসব কেন্দ্রে এজেন্ট ছিল সেসব কেন্দ্রেও এজেন্ট হুমকি দিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে। অনেক কেন্দ্রে সকাল থেকে বহিরাগত দিয়ে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি আরো বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি, রাতেই আমাদের বিএনপির দলীয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর বাসায় হামলা ও ককটেল বিষ্ফোরণ করে তারা। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে, এ নির্বাচন আমরা মানি না, নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনী তফশিল ঘোষনা করে সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান এহসান খান।
চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের লোকজন বহিরাগতদের এনে নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিয়েছে, সকাল সাড়ে নয়টায় যেখানে ম্যাজিস্ট্রেটদের মাঠে থাকার কথা সেখানে ইউএনও উনাদের নিয়ে অফিসে যাচ্ছেন। এ নির্বাচন গ্রহনযোগ্য হচ্ছে না। আমরা এ নির্বাচন বাতিল করার জোর দাবি জানাচ্ছি।