করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান । কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় নিজ উপজেলা বাঁশখালীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের জাহিদ হাসান । তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে দেশের সব অঞ্চলে, যার মূল কারণ আমাদের অসচেতনতা। তাই আমি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমার নিজ জেলার বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি।
ইতিপূর্বে করোনা প্রতিরোধে জণকল্যাণমূলক বিভিন্ন কাজে অংশ নিয়েছিলেন তিনি।